আমুদরিয়া নিউজ : দশমীর সন্ধ্যায় এক সন্ন্যাসীকে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে কোচবিহারের সিতাইয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে আসেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেণ রায় ওরফে অনন্ত মহারাজ।
অভিযোগ, সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী বিজ্ঞানন্দ মহারাজকে সাংসদ অনন্ত মহারাজ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি সন্ন্যাসী মহারাজকে মারধর করা হয় বলেও অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে এদিন স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় দুই ঘন্টা ধরে অবরোধ চলে। পরে দিনহাটা থানার এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার কথা হওয়ার পর বিক্ষোভ উঠে যায়।
ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে সুর চড়িয়ে তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সেবাশ্রমের আবাসিকরা। তবে সাংসদ সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।