আমুদরিয়া ওয়েব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে নিজের পুরুষ সহকারীকে ‘যৌনদাসের’ মতো ব্যবহারের অভিযোগ উঠেছে মার্কিন সিনেটরের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক সিনেটেরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন। তিনি যখন বিরুদ্ধাচরণ করতে শুরু করেছেন, তখন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগকারীর দাবি, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
সিনেটরের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।