আমুদরিয়া নিউজঃ তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য বিধানসভায় বিল এনেছে রাজ্য সরকার। রাজ্যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি হলে তা সাধারণ ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পথকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে মনে করছে অল ইন্ডিয়া ডিএসও। স্কুল,কলেজ, বিশবিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে বিক্ষোভ আন্দোলন করতে এগিয়ে আসে ডিএসও। মঙ্গলবার বিধানসভায় রাজ্যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব আনা হয়েছে। তার প্রতিবাদে সরব হয়েছে ডিএসও।
এদিন এই বিলের বিরোধিতা করে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সংগঠনের তরফে। কোচবিহারের কাছাড়ি মোড়ে রাস্তা আটকে এই বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখান ডিএসওর নেতা কর্মীরা। সেখানে ওই বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদে সরব হন সংগঠনের কর্মীরা। ডিএসও নেতা আসিফ আলমের অভিযোগ, রাজ্য সরকার তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য প্রস্তাব এনেছে। এর মাধ্যমে উচ্চ শিক্ষাকে বেসরকারি করণের অপচেষ্টা করছে সরকার। ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পথ ধবংস হবে। শিক্ষাক্ষেত্রে এই ভাবে বেসরকারি রাজ কায়েম করার প্রয়াস চলছে।
তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। বিশ্ববিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। সেই সব সমস্যা সমাধান হচ্ছে না। আর এদিকে বেসরকারি করণের চেষ্টা হচ্ছে। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে এই কালা বিলের প্রতিলিপি জ্বালিয়ে বিক্ষোভ দেখান ডিএসও নেতা কর্মীরা।