আমুদরিয়া নিউজ : একেই দুদিন আগে তাঁর বাড়িতে ডিম ছুঁড়েছে ক্ষিপ্ত জনতা। এবার পুলিশি জেরায় নাজেহাল হচ্ছেন পুষ্পা ২ র নায়ক। সব মিলিয়ে আল্লু অর্জুন বেশ বিপাকে পড়েছেন। কারণ, পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনার মামলায় পুলিশের নানা প্রশ্নের মুখে দক্ষিণী সুপারস্টার।
মঙ্গলবার সকাল এগারোটায় আল্লু অর্জুন পৌঁছন হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপরই শুরু হয় জেরা। সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওইখানে কী কী হবে তা আগাম তিনি জানতেন কি না! সেখানে যে ভিড় হবে সেটা তিনি বুঝতে পেরেও কেন আগাম যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ করেননি! পদপিষ্ট হওয়ার ঘটনা জানার কতক্ষণ পরে তিনি কি ভূমিকা নিয়েছিলেন! সব মিলিয়ে আল্লু অর্জুনের তরফে কি কি গাফিলতি ছিল সেটাই পুলিশ খুঁজছে।