আমুদরিয়া নিউজ : তাঁর পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃতের পরিবার ও আহত বালকের পাশে দাঁড়ালেন আল্লু অর্জুন ও তাঁর টিম। বুধবার আল্লু অর্জুনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুষ্পার নায়ক ইতিমধ্যেই ১ কোটি টাকার চেক পরিচালকের হাতে তুলে দিয়েছেন। পরিচালকও ৫০ লক্ষ টাকা দিচ্ছেন। সঙ্গে প্রযোজকের পক্ষ থেকেও আরও ৫০ লক্ষ টাকা দেওয়া হবে। দু সপ্তাহ আগে প্রিমিয়ার শো হয়েছিল হায়দরাবাদে। সে সময়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। তাঁর নাবালক ছেলে জখম হয়ে ভর্তি। তা নিয়ে মামলা হওয়ায় এক রাত পুষ্পার নায়ককে জেলে থাকতে হয়েছে।