আমুদরিয়া নিউজ : পুষ্পা টু দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় হায়দ্রাবাদের ৩৯ বছরের এক মহিলার। প্রিমিয়ার শো এর ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান তিনি। সাথে ছিলেন তার নয় বছরের ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহু প্রতিকৃত পুষ্পা টু সিনেমাটি।
সিনেমা ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তবে সিনেমা মুক্তির আগেই প্রিমিয়ার শোতেই ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। এবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা আল্লু অর্জুন। ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেতা যেখানে তিনি জানিয়েছেন রেবতী নামে ওই মহিলার পরিবারের সাথে তিনি নিজে গিয়ে দেখা করবেন।
মহিলার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন তিনি।