আমুদরিয়া নিউজ : পুষ্পা টু এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর মামলায় অবশেষে পুরোপুরি জামিন পেলেন আল্লু অর্জুন। ৪ ডিসেম্বর ঘটনাটি ঘটে। তার পরে আল্লু গ্রেফতার হন। সেই রাতে জেলে থাকেন। পরদিন অন্তর্বর্তী জামিন পান। সেই জামিনের বিরুদ্ধে আবেদন হয়। শুক্রবার বিকেলে আদালত আল্লুকে জামিন দিয়েছে। ফলে, আপাতত স্বস্তিতে।
