আমুদারিয়া নিউজ: সন্ধ্যা থিয়েটারের পদপিষ্টের ঘটনায় গুরুতর আহত শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন পুষ্পা টু এর নায়ক আল্লু অর্জুন। তিনি জানিয়েছেন, আইনি জটিলতার কারণে তিনি হাসপাতালে গিয়ে ছেলেটির সঙ্গে দেখা করতে পারছেন না। না হলে অবশ্যই গিয়ে দেখা করতেন।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি বধূ রেবতীর। ভিড়ের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাঁর ৮ বছরের ছেলে শ্রীতেজাও। তার পর থেকেই হায়দরাবাদের হাসপাতালে ICU-তে চিকিৎসাধীন সে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হলেও এখনও তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।
তা জানার পরে বিবৃতি দেন আল্লু। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘দু্র্ভাগ্যজনক ওই ঘটনার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন শ্রী তেজা। ওর শারীরিক পরিস্থিতি নিয়ে আমিও উদ্বেগে রয়েছি। আইনি প্রক্রিয়ার কারণে এই মুহূর্তে আমায় ওর কিংবা ওর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করা হয়েছে। আমি ওদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওদের পাশে আছি। সমস্ত রকমের সাহায্যের জন্য আমি প্রস্তুত। চিকিৎসা এবং পরিবারের অন্য যে কোনও প্রয়োজনে আমি ওদের দায়িত্ব নেব।
শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেতা। একই সঙ্গে জানিয়েছেন, আইনি জটিলতা মিটলে তিনি শ্রীতেজার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছেন।