আমুদরিয়া নিউজ : অসমের জঙ্গি সংগঠন আলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম) কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ করে দিল বাংলাদেশের আদালত। চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায় কুখ্যাত এই জঙ্গিনেতার ফাঁসির সাজা হয়েছিল। তা রদ করে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। ওই মামলায় সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ছয়জন আসামিকেও বেকসুর খালাস দিয়েছে উচ্চ আদালত।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় অস্ত্র বোঝাই ১০টি ট্রাক। সে সময়ে জঙ্গি নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নেন। অভিযোগ, আলফার নাশকতামূলক কার্যকলাপের জন্যই বিপুল পরিমাণ অস্ত্র পাচার করা হচ্ছিল। ওই মামলায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি আলফা নেতার মৃত্যুদণ্ড হয় বাংলাদেশ আদালতে।