আমুদরিয়া নিউজঃ আলতাফ মিঞা। কোচবিহার রাসমেলার সঙ্গে যার নাম অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিগত বহু বছর ধরে। মদনমোহন ঠাকুর বাড়ির যেই রাসকে কেন্দ্র করে এই মেলা হয় এতদিন অবধি তা তৈরি করার মূল কারিগর ছিলেন এই আলতাফ মিঞা। তবে বর্তমানে তিনি অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণে ঠিক মতো চলাফেরাও করতে পারেন না। অসুস্থতার কারণে গত বছর তৈরি করতে পারেনি রাসচক্র। এবছরও পারলেন না। রাসচক্র তৈরি করতে না পারায় আক্ষেপে সুর তার গলায়। আর কয়েক বছর এই কাজ করতে পারতেন। তবে বাধ সাল শরীরের ব্যামো।
এই সব কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসছিলো আলতাফ মিঞার। তার হাতে তৈরি রাসচক্র ঘুরিয়ে লক্ষ লক্ষ মানুষ পুণ্য অর্জন করেছেন। কত না স্মৃতি রয়েছে রাস নিয়ে। বংশ পরম্পরায় তারা এই রাসচক্র তৈরি করে আসছেন। তার বাবার মৃত্যুর কয়েক বছর আগে থেকে তিনি এই রাসচক্র তৈরির শুরু করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি একমাত্র এই কাজ শেখেন। এরপর থেকে ক্রমেই মদনমোহন বাড়ির রাসের সঙ্গে তার নাম ওতোপ্রতো ভাবে জড়িয়ে গেছে। কিন্তু এবার নিয়ে দুই বছর হতে চলল তিনি আর পারলেন না। নিজে না পারলেও অসুস্থ শরীরে চেয়ারে বসে একমনে ছেলে আমিনুলের রাসচক্র তৈরি করা দেখছেন তিনি।