আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবাকে সন্ত্রাসী দেশের তালিকা থেকে বাদ দিযেছিলেন। তিনি দায়িত্ব হস্তান্তরের একদিন আগে ওই নির্দেশ দেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে কিউবাকে ফের সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে তালিকা ভুক্ত করেছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প অহঙ্কারী হয়ে এমন আচরণ করছেন।
আমেরিকার সন্ত্রাসের মদতদাতা দেশ হিসেবে আরও যে দেশগুলিকে তালিকায় রেখেছে সেগুলো হল, ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়া।