আমুদরিয়া নিউজ : আমেরিকার সবেতেই ফার্স্ট হওয়ার লক্ষ্য যেন। তাই হয়তো হোয়াইট হাউস বলছে, অধিকার এবং গোপনীয়তা রক্ষা করার জন্য এআই ব্যবহারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্টেকে সবার আগে থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছেন। কারণ, সারা বিশ্বে এ আই প্রযুক্তি উদ্ভাবনের প্রতিযোগিতা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন প্রথম এআই-নিরাপত্তার মেমোরান্ডামে কৌশলটির একটি রূপরেখা দিয়েছেন। নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত’ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে আমেরিকার সরকারকে সবার আগে থাকতে হবে বলে তিনি মত প্রকাশ করেছেন।
মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার ক্ষেত্রে সরকারকে অবশ্যই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে বলে উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের এই মেমোরান্ডামে। এই মেমোরান্ডামটি জো বাইডেন প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ।
মার্কিন কর্মকর্তারা মনে করেন যে, বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে তীব্র সামরিক ও গোয়েন্দাগিরির প্রতিযোগিতা শুরু হয়েছে। এই অবস্থায় তাদের এই মেমোরান্ডাম অনুযায়ী দ্রুত চলমান প্রযুক্তির মোকাবিলা করতে হবে। বাইডেন গতবছর এআই-এর ঝুঁকি সীমিত করার জন্য একটি সনদে সই করেছিলেন। এ আইয়ের যেমন ভাল দিক রয়েছে, তেমন খারাপও কম নেই। সেটাও কিন্তু সব দেশের মতো আমেরিকাকে মাথায় রাখতে হবে।