আমুদরিয়া নিউজ : ইয়েমেনে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে ১৫ দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, বিমান ও যুদ্ধজাহাজের সাহায্যে চলছে এই হামলা। রাজধানী সানা সহ ইয়েমেনের কিছু প্রধান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এই হামলায় দুটি জাহাজ ডুবে গেছে। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের জবাবে এসব হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলো তদারক করে দেশটির সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যম থেকে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া শহরগুলোর মধ্যে ইয়েমেনের রাজধানী সানাও আছে।
সোমবার হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন নামিয়েছিল। যা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ ৯ রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন বিমান নিখোঁজের কথা স্বীকার করেছে। ফলে, যুদ্ধের ব্যাপ্তি ক্রমশ বাড়ছে বলে শঙ্কিত আমজনতা।