আমুদরিয়া নিউজ : কদিন আগে মহাকাশ স্টেশন থেকে নভোচারিণী সুনীতা উইলিমস সহ দুজনকে ফেরৎ আনতে বিস্তর ঝড়ঝাপটা সইতে হয়েছে আমেরিকার নাসাকে। সুনীতাদের নির্ধারিত সময়ের ৯ মাস পরে পেরানো গিয়েছে। এর পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরর্দেশ দিয়েছেন, চাঁদে প্রথম নারী পাঠানোর পরিকল্পনাটি আপাতত স্থগিত রাখা হবে। যা ২০২৭ সালে পাঠানোর কথা ছিল।
