আমুদরিয়া নিউজ : ২০২৪ সালের নিরিখে পৃথিবীর সেরা ১০টি পর্যটন কেন্দ্রের নাম ঘোষণা করল ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লিউ ই এফ)। সেই তালিকা অনুসারে, বেড়ানোর জন্য এ বছরের সেরা দেশ হয়েছে আমেরিকা।
একটি আমেরিকান সংবাদ মাধ্যমের দাবি অনুসারে, তালিকাটি প্রকাশ করে ডব্লিউইএফ। তালিকার সেরা ১০টির মধ্যে ইউরোপের ৬টি দেশ রয়েছে। আমেরিকার পরে আছে স্পেন, তার পরে জাপান। চতুর্থ জায়গা ফ্রান্সের। পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া। ছয় নম্বর জায়গায় জার্মানি। ইংল্যান্ড সপ্তম, অষ্টম স্থানে রয়েছে চিন। ইতালি নবম স্থান পেয়েছে। এত ভাল জায়গা হয়েও সুইজারল্যান্ড দশম স্থানে।