আমুদরিয়া নিউজ : ইজরায়েল ও মিশর বাদে অন্য সব বিদেশি রাষ্ট্রে সব ধরনের সহায়তা স্থগিত করেছে আমেরিকা। বিবিসি ও সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে। গত সোমবার শপথ নেওয়ার পরে শতাধিক আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ জানুয়ারি থেকে আমেরিকার বিদেশ মন্ত্রক ৯০ দিনের জন্য বিদেশে প্রায় সব সহায়তা স্থগিত রাখার কথা জানিয়েছে। শুধুমাত্র ইজরায়েল ও মিশরে জরুরি খাবার ও সামরিক আর্থিক সহায়তা চালু রেখেছে তারা।
