আমুদরিয়া নিউজ : বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-যুবদের আন্দোলনে যে মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে চরম সাহসিকতা দেখিয়েছেন তাঁদের পুরস্কৃত করবে আমেরিকা। আমেরিকার সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ও সে দেশের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামীকাল, মঙ্গলবার ওই পুরস্কার অনুষ্ঠানে থাকবেন। ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ পুরস্কার দেওয়া হবে। ব্যতিক্রমী সাহসিকতা, অফুরন্ত প্রাণশক্তি ও অসাধারণ নেতৃত্বদানের জন্য বাংলাদেশের সেই তরুণীদের পুরস্কৃত করবে আমেরিকা। যে পুরস্কারের নাম মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। শ্রীলঙ্কার মহিলা সাংবাদিক নামানি উইজিজেসাকেও সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে ওই অনুষ্ঠানে। ইজারেয়েলের মহিলা আইনজীবী আমিত সওসানা, যিনি অপহৃতদের হয়ে লাগাতার সওয়াল করে চলেছেন তাঁকেও সাহসিকতার জন্য পুরস্কৃত করা হবে।
