আমুদরিয়া নিউজ : ১৯৮৭ সাল থেকে মার্কিন যুক্তরাজ্যে পালিত হয়ে আসছে ব্ল্যাক হিস্ট্রি মান্থ। প্রতি বছর এই ইভেন্টে কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের কৃতিত্বগুলি সামনে আনা হয়। তবে লক্ষ্য করা গেছে, এতে কোণঠাসা হয়ে রয়েছে এলজিবিটিকিউ কমিউনিটির কৃষ্ণাঙ্গরা। আর এ নিয়েই এবার সরব হলেন সমকামী র্যায়পার কার্টার দ্যা ব্যান্ডিট। তাঁর দাবি, এই ঐতিহাসিক কালো মাসই প্রান্তিক জনগোষ্ঠীর মুক্তির উদযাপনের মাস। একজন কৃষ্ণকায় চমৎকার, সেক্সি ও ক্রেজি সমকামী হিসেবে নিজেকে নিয়ে যথেষ্ট গর্বিত দক্ষিণ লন্ডনের পেকহামে বেড়ে ওঠা ব্যান্ডিট।
১৫ বছর বয়সে ব্যান্ডিটকে যৌনতায় স্বাচ্ছন্দ্য (সেক্স ওরিয়েন্টেশন) সম্পর্কে জিজ্ঞেস করেন তাঁর মা। ট্যাবুর কারণে নিজের সমকামী সত্তা নিয়ে মুখ খুলতে সংকোচ বোধ করেন ব্যান্ডিট। তবে তা শোনার পর খুশি না হলেও রেগে যাননি তাঁর মা। পরবর্তীতে এ ধরণের সামাজিক ‘স্টিগমা’ সম্পর্কে আরও সচেতন হন ব্যান্ডিট। বুঝতে পারেন, দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো সংস্কারে পান থেকে চুন খসলেই তা ‘কলঙ্ক’ বলে দাগিয়ে দেয় সমাজ। প্রতিটা মানুষের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, দুর্বিষহ করে তোলে জীবন।
পুরো যৌবন জুড়ে মিশ্র আবেগের সাথে লড়াই করে যান সমকামী এই সঙ্গীতশিল্পী। বড় হওয়ার সাথে সাথে ক্লাবে যেতে শুরু করলে আরও অন্যান্য সমকামীর সাথে আলাপ হয় তাঁর। ধীরে ধীরে বুঝতে শেখেন এই পরিচয় লজ্জার নয়, বরং অহংকারের। আর তাই ব্ল্যাক হিস্ট্রি মান্থ শুধুমাত্র কৃষ্ণাঙ্গদেরই ব্যক্তিগত সাফল্যের উদযাপন নয়। মুক্তি একদিনে হয় না। চেতনা আর বিপ্লবের ধাপ পেরিয়েই এগিয়ে আসতে হবে এলজিবিটিকিউ সম্প্রদায়কে, তবেই সার্থক হবে ব্ল্যাক হিস্ট্রি মান্থ সেলিব্রেশন, দৃঢ় কণ্ঠে জানান আত্মপরিচয় নিয়ে গর্বিত সমকামী কৃষ্ণাঙ্গ র্যারপার।