আমুদরিয়া নিউজ : আমেরিকার ভার্জিনিয়ার রিচমন্ডে বাড়ি ক্লেইর ওয়েকফ-এর। ৪৪ বছর বয়সী ক্লেইর লেখালেখি করেন এবং ডিজিটাল কনটেন্টও তৈরি করেন। প্রায় ২০ বছর ধরে জগিং করেন তিনি। তবে তিনি দিনের জগিং করেন না। রাতে জগিং করেন।
গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ক্লেইর রাতে বেরোনোর আগে ছদ্মবেশ ধারণ করছেন। তিনি নকল গোঁফ লাগিয়ে, ঢিলেঢালা পোশাক করে পুরুষ সেজে জগিং করছেন রাতে।
ক্লেইর জানান, নারী হিসেবে রাতে জগিং করলে প্রায় সকলেই তাকিয়ে থাকেন। অনেকে আবার থামিয়ে কথা বলার চেষ্টা করেন। তা ছাড়াও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তাই পুরুষ সেজে বেরোই। পুরুষ সেজে রাতে জগিং করলে দেখি কেউ তাকায় না, থামায় না, কথাও বলার চেষ্টা করে না।
কিন্তু, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে এর সম্পর্ক কি! ক্লেইর জানান, তিনি মনে করেন, ট্রাম্প ফের প্রেসিডেন্ট হওয়ায় তাঁদের দেশের নারীদের নিরাপত্তা আগের তুলনায় কমেছে। সে জন্যই তিনি এখন পুরুষ সেজে জগিং করেন বলে সংবাদ সংস্থার কাছে মন্তব্য করেছেন।