আমুদরিয়া নিউজ : ফি বছর আমেরিকায় মিষ্টি কুমড়োর প্রদর্শনী ও প্রতিযোগিতা হয়। এবারও ক্যালিফোর্নিয়ায় প্রতিযোগিতা হয়েছে। সেখানে সেরা হয়েছে মিনেসোটার ট্রাভিস জিনজারের খেতের কুমড়ো।
যার ওজন হাজার কেজির ওপরে। এই নিয়ে পর পর তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পামকিন প্রতিযোগিতায় সেরা হয়েছে তাঁর কুমড়ো।