আমুদরিয়া নিউজ : ইসলামিক স্টেটস সহ যে জঙ্গিরা আমেরিকা ও তাদের বন্ধু দেশগুলিকে হুমকি দিচ্ছে, তাদের খুঁজে বার করে মারা হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর নির্দেশ আসরে নেমে পড়ল আমেরিকার সেনাবাহিনী। শনিবার রাত থেকে মার্কিন বাহিনী সোমালিয়ার পাহাড়ি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আমেরিকার দাবি, এতে বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের অফিস থেকে এক বিবৃতিতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।