আমুদরিয়া নিউজ : নাসা তো রেকর্ডের পর রেকর্ড গড়ে। এবার প্রথম সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার রেকর্ড দখল করল নাসা। সূর্যের কেন্দ্রে পৌঁছানোর জন্য পার্কার সোলার প্রোব নামে মহাকাশযানটি ২০১৮ সালে পাঠায় নাসা। এর মধ্যে ২১ বার সূর্যকে পাশ কাটিয়ে ঘুরেছে সেটি। প্রতিবারই কিছুটা দূরত্ব কমিয়েছে যানটি। কয়েকদিন যানটির সঙ্গে যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার নাসার কাছে পার্কার সোলার প্রোব থেকে একটি সংকেত পৌঁছেছে। তাতে বোঝা গিয়েছে যানটি ২৪ ডিসেম্বর সূর্যের বাইরের বায়ুমণ্ডল, যা করোনা নামে পরিচিত, সেটা পেরিয়ে মাত্র ৩৮ লাখ মাইল দূরত্বে পৌঁছেছে। সূর্যের এত কাছাকাছি পৌঁছানো কোনও মহাকাশযান হল এটি। এর পরেও আরও খানিকটা সেটি এগোতে পারবে।
২৮ ডিসেম্বর যদি যানটি কোনও সংকেত পাঠায় তা হবে চমকপ্রদ। এই যাত্রাপথে মহাকাশযানটি ১৮ হাজার ফারেনহাইট বা ৯৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করেছে।