আমুদরিয়া নিউজ : অমৃতসরের একটি মন্দিরের বাইরে বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন এনকাউন্টারে নিহত হয়েছে। অপর সন্দেহভাজন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্ফোরণের ঘটনাটি ১৫ মার্চ ঠাকুর দ্বার মন্দিরের বাইরে ঘটে। একজন ব্যক্তি মন্দিরের দিকে একটি বিস্ফোরক ছুঁড়ে মারে। ফলে মন্দিরের দেওয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীদের খুঁজে বের করে পুলিশ।
