আমুদরিয়া নিউজ : ইসরাইলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাত শুরু হতেই মধ্য প্রাচ্য পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদে জরুরি মিটিং ডাকা হল। ২ অক্টোবর, বুধবার সকালে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে বৈঠক হবে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেছেন, তাঁদের দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান।
তিনি ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধও করেছেন। ইরান অবশ্য আগেই দাবি করেছে, প্যালেস্টাইনের গাজা ও লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে য়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিশোধ নিতেই তারা ক্ষেপণাস্ত্র চালিয়েছে। ইসরায়েল নতুন করে কিছু না করলে ইরান আর কোনও হামলা চালাবে না বলে সে দেশের একটি সূত্র দাবি করেছে।