আমুদরিয়া নিউজ ডেস্কঃ মুম্বইয়ের মুসলিম সম্প্রদায় অনন্ত চতুর্দশী উদযাপনের সুবিধার্থে ঈদ-ই-মিলাদের মিছিলের তারিখ বদলে দিয়েছে। মিছিলটি হওয়ার কথা ছিল ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরে সরানো হয়েছে।
১৭ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী বা গণেশ বিসর্জনের জন্য শোভাযাত্রা হয়। মুম্বইয়ের মুসলিম সম্প্রদায় তাদের ঈদ-ই-মিলাদের মিছিল সে সময়ে করার কথা ছিল। কিন্তু, দুটি শোভাযাত্রা একই দিনে না করে মিলাদ উন নবীর শোভাযাত্রা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলমি সম্প্রদায়ের সংগঠনগুলি।
মিলাদ-উন-নবী, নবী মুহাম্মদের জন্মদিন উপলক্ষে পালিত হয়, যা ঐতিহ্যগতভাবে 16 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর অবধি চলে। চাঁদ দেখার উপরেও নির্ভর করে। সে সময়ে মিছিল হয়। কিন্তু যে হেতু এই বছর বিসর্জনের তারিখটি প্রায় একই সময়ে গণেশ পুজোর বিসর্জন রয়েছে তাই মুসলিম সম্প্রদায় বাইকুল্লার খিলাফত হাউসে মিলিত হয়। তার পরেই ওই সিদ্ধান্ত হয়েছে।
নবি মুম্বাইয়ের গরিব নওয়াজ মসজিদের ইমাম মোহাম্মদ খলিলুল্লাহ সুবহানী ঘোষণা করেছেন যে ঈদ-ই-মিলাদ স্থগিত করা হবে কারণ তারিখটি গণেশ বিসর্জনের দিনই পড়ছে।
গত বছরের মতো, এই বছরও, মুসলিম সম্প্রদায় স্বেচ্ছায় তাদের ধর্মীয় ক্রিয়াকলাপের সময়সূচী পুনর্নির্ধারণ করেছে যাতে দুটি উৎসবই ঠিকঠাক হয়। এটি দুই সম্প্রদায়ের ঐক্য এবং সহাবস্থানের একটি অসাধারণ দৃষ্টান্ত।
হায়দ্রাবাদেও মিলাদ-উন-নবী আয়োজক কমিটি বিসর্জন উৎসবের দিনই মিলাদ উন নবীর মিছিল না করে ১৯ সেপ্টেম্বর উদযাপন করবে বলে জানিয়েছে।
মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নাসিম খান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ১৮ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদ-এর জন্য ছুটি ঘোষণা করার অনুরোধ করেছেন। যাতে ঈদ-ই-মিলাদ এবং অনন্ত চতুর্দশী দুটি উৎসবই ‘আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা যায়।