আমুদরিয়া নিউজ : ইস্তাম্বুলের বর্তমান মেয়র একরেম ইমামোগলুকে জেলে পুরেছে সে দেশের সরকার। দুর্নীতি ও জঙ্গিদের মদতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু, তুরস্কের প্রধান বিরোধী দল এবং সংসদে দ্বিতীয় বৃহত্তম দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-এর নেতা একরেম ইমামোগলুকেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনীত করা হয়েছে। সিএইচপির তরফে রবিবার বৈঠক করে ওই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ইস্তাম্বুলের দুবারের মেয়র দেশে বেশ জনপ্রিয়। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলু। বিরোধী দল এই গ্রেফতারের বিরোধিতা করে বলেছে, এটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার। ২০২৭ সালে তুরস্কে প্রেসিডেন্ট ভোট।
