আমুদরিয়া নিউজ : আর জি কর কাণ্ডে ১০ দফা দাবিতে অনশনকারীদের তালিকায় নাম লেখালেন আরও একজন ডাক্তার। তিনি সন্দীপ মণ্ডল। সোমবার থেকে তিনি শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসাপাতালে অনশনে যোগ দিয়েছেন। তিনি ওই কলেজের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র। সব মিলিয়ে ৮ জন ডাক্তার অনশন করছেন।
