আমুদরিয়া নিউজ : আবার পুলিশের সঙ্গে এনকাউন্টার উত্তরপ্রদেশে। এবার পুজোর সময় উত্তরপ্রদেশে বাইরাইচে এক যুবককে খুনের অভিযোগে ধৃত দুই অভিযুক্ত নেপালে পালানোর চেষ্টা করলে তাদের পায়ে গুলি করেছে পুলিশ। তাদের নাম সরফরাজ ও তালিম। ১৩ অক্টোবর বাহরাইচে দুর্গাপুজোর ভাসানে বিসর্জনে বাজনা বাজানো নিয়ে গোলমালের জেরে গুলি করে খুন করা হয় রামগোপাল মিশ্রকে। সেই মামলায় ধরা পড়ে সরফরাজ, তালিম।