আমুদরিয়া নিউজ ব্যুরো : লেবাননে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার পেজার নয়। মোবাইল, সোলার যন্ত্রে। বুধবার ওই বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হন। আহত হন প্রায় তিন হাজার। হিজবুল্লাহ বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল। গাজায় ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ চলছে। তারই জেরে এমন ঘটছে।
এই যুদ্ধে গাজায় ৪১ হাজার ৭২২ জন নিহত হয়েছেন। অন্তত ১ লক্ষ জখম হয়েছেন। হামাসের হামলায় প্রায় দেড় হাজার জন নিহত হয়েছেন। ২০০ জনকে বন্দি করা হয়েছিল। তাদের নৃশংসা ভাবে খুনের অভিযোগ রয়েছে।