আমুদরিয়া নিউজ : জেল বন্দি রযেছে চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইসকনের এক সন্ন্যাসী শ্যাম দাস প্রভু। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন ভারতের জাতীয় পতাকা মাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে বাংলাদেশের পড়ুয়ারা এই ছবি ভাইরাল হতে সরব হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাঁর কথা অনুসারে, এটা বিকৃত সুখ।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিশ্বের কোনও পতাকাকে কোনও সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ অবমাননা করে না। আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াবো না, পায়ে মাড়াবো না। তিনি শেষে লিখেছেন, বাংলাদেশ নামক দেশটি অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে বলে মনে হচ্ছে।
এদিনই চট্টগ্রাম আদালতের সামনে সংঘর্ষের সময়ে এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তাঁরা অধিকাংশই সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানা গিয়েছে।