আমুদরিয়া নিউজ : সাত দিনের মাথায় শুক্রবার রাতে ফের একটি চিতাবাঘ ধরা পড়লো বন দপ্তরের পাতা খাঁচায়। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের কাঠালধুরা চা বাগানের ঘটনা। চা বাগানের প্রাথমিক স্কুলের থেকে কিছুটা দূরেই খাঁচা পেতেছিলো বন দপ্তরের খুনিয়া রেঞ্জের কর্মীরা। শুক্রবার রাতে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। স্থানীয়রা জানান গত শনিবার একটি চিতাবাঘ বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হয়েছিলো, শুক্রবার রাতে ফের আরেকটি চিতাবাঘ বন্দী হয়।
শনিবার সকালে চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে চা বাগান শ্রমিকরা খাঁচার সামনে ছুটে যান ও চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন কর্মীদের খবর দেন। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে আসেন।
তারা জানান, এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘ। স্বাস্থ্য পরীক্ষার পর এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অন্যদিকে চা বাগান ম্যনেজার জানান চা বাগানে তিনটি চিতাবাঘের উপস্থিতির বিষয়ে শ্রমিকরা জানিয়েছেন। তিনটির মধ্যে দুটি খাঁচা বন্দী হয়েছে। আরেকটিকেও খাঁচা বন্দী করার জন্য বন কর্মীদের বলা হয়েছে। সেটি খাঁচা বন্দী না হওয়া পর্যন্ত শ্রমিকরা আতঙ্কমুক্ত হতে পারছেন না বলেও তিনি জানিয়েছেন। চিতাবাঘের আতঙ্কে ব্যহত হচ্ছে চাপাতা তোলার কাজ।