আমুদরিয়া নিউজ : মানুষ ছাড়া অন্য পশুদেরও যে পুরনো শত্রুতা থাকে তা একটি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে। জঙ্গলে ঘুরতে গিয়ে এক দল মানুষ রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন। রাস্তার পাশের রেলিঙেই বসে থাকা একটি বাঁদর হঠাৎ এক ব্যক্তির চুল টেনে আক্রমণ করে। দেখে মনে হচ্ছিল বাঁদরটির যেন সেই লোকটির সাথে পুরনো কোনও শত্রুতা রয়েছে। যদিও লোকটি তাঁকে কিছুই করেনি।
