আমুদরিয়া নিউজ : গাজায় যুদ্ধবিরতি নিয়ে নানা আলোচনার মধ্যেই লেবাননে হামলা জোরদার করেছে ইজরাযেল। রবিবার ইজয়ারেলের হামলায় হিজবুল্লাহের আরও একজন বড় মাপের কমান্ডার নিহত হয়েছেন। ইজরায়েল সেনা বিবৃতিতে দাবি করেছে, নিহত হিজবুল্লা নেতার নাম জাফর কাদের ফাউর। ইজরায়েলের সন্দেহ, তাদের দেশে ক্ষেপণাস্ত্র হামলার একাধিক ঘটনার নীল নকশা করেছিল কাদের।