আমুদরিয়া নিউজ : পৃথিবীর আবহাওয়া কেমন বদলে যাচ্ছে। যেখানে ছিল শুধুই বরফের চাদর, সেখানে কিছুটা জায়গায় বরফ গলে যাচ্ছে। সবুজ শ্যাওলার চাদর তৈরি হচ্ছে। আবার যেখানে ধূ ধূ মরুভূমি। সেখানে কিছুটা জায়গায় দেখা যাচ্ছে সবুজ গাছপালা ক্রমশ বাড়ছে। মরুভূমির আয়তন কমছে। সম্প্রতি এই দুটি তথ্য সামনে এনেছেন গবেষকরা। একটি জায়গা হল বরফে মোড়া আন্টার্কটিকা। দ্বিতীয় জায়গাটি হল সাহারা মরুভূমি।
প্রথমে আন্টার্কটিকার কথা বলি। পুরোপুরি বরফে ঢাকা থাকে আন্টার্কটিকা। সেখানকার অনেকটা অংশ ধীরে ধীরে সবুজ হচ্ছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। যা চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। নেচার জিও সায়েন্স বলেছে, ১৯৮৬ সালে যেখানে ০.৪ স্কোয়ার মাইল জুড়ে সবুজ দেখা যেত, সেটা এখন ৩০ শতাংশ বেড়েছে। অনেকের মতে, পৃথিবীতে তাপ বাড়ছে। বরফ আগের চেয়ে তাড়াতাড়ি গলছে। তাতেই শ্যাওলা তৈরি হচ্ছে। তবে দ্রুত বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রে জলস্তর বাড়বে। সমুদ্রের তীরের দেশগুলি প্লাবিত হবে। তা কীভাবে ঠেকানো যাবে সেটাই এখন আলোচনার বিষয়।
এবার সাহারা মরুভূমির কথায় আসা যাক। অতীতে ৮-১০ হাজার বছর আগে সাহারায় ছিল বনভূমি। ধীরে ধীরে বৃষ্টির অভাবে তা মরুভূমিতে পরিণত হয়েছে। পৃথিবীর সব থেকে রুক্ষ, শুকনো এলাকা এখনও সাহারা। সেই সাহারায় আবার সবুজ গাছপালা দেখা যাচ্ছে। নাসার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, সেই সবুজ গালিচার ছবি। ভারী বৃষ্টি হচ্ছে সাহারার সংলগ্ন দেশগুলিতে। আলজিরিয়া, মরক্কো, টিউনিশিয়া, লিবিয়ায় বেশ ভারী বৃষ্টি হচ্ছে।
ভিডিও দেখুন এখানে : https://youtu.be/jqrbwlOJxCM
বিজ্ঞানীরা বলেছেন, গাছেরা ভারী বৃষ্টিতে তাড়াতাড়ি বেড়ে ওঠে। দ্রুত জন্ম নেয় শ্যাওলা। গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হয়। সাহারার যে অংশে সবুজ গালিচা দেখা গিয়েছে সেটা এই কারণেই হয়েছে। তবে সাহারা যদি ফের বনভূমি হয়, তা হলে কী হবে! অনেকে বলছেন পৃথিবীর ভাল হবে। আবার অনেকে বলছেন, মরুভূমির বিস্তার লাগোয়া দেশগুলিতে হবে না তো!