আমুদরিয়া নিউজ ডেস্কঃ শেষ পর্যন্ত জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। গত বছর এপ্রিল মাসে গরু পাচার মামলায় দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। ওই একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলকে। অনুব্রতকে গ্রেপ্তারির পর থেকেই তদন্তকারীদের নজরে ছিল তাঁর মেয়ে। ইডি দাবি করেছিল, অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর কন্যার কাছে তথ্য রয়েছে। সুকন্যা জানান, সম্পত্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং তৎকালীন হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারেন। পাল্টা তদন্তে অসহযোগিতা করা হচ্ছে বলে সুকন্যার বিরুদ্ধে অভিযোগ করে ইডি। এরপর সুকন্যাকে গ্রেপ্তার করে ইডি। পরবর্তীকালে বাবার মতই সুকন্যার ঠাঁই হয়েছিল তিহাড় জেলে। এর আগে একাধিকবার জামিনের জন্য আবেদন করেছিলেন সুকন্যা। অবশেষে, মঙ্গলবার জামিন পেলেন তিনি।