আমুদরিয়া নিউজ : রাজ্যের নানা এলাকার নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি পাঠাল নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওই চিঠি পাঠানোর বিষয়টি জানানো হয়। যেখানে অন্যতম বক্তা ছিলেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন।
তিনি বলেছেন, তাঁরা কোনও রাজনৈতিক দলের হয়ে অথবা সরকারের তরফে নন। তিনি দাবি করেন, তাঁরা পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিশ্চিত করতেই নাগরিক মঞ্চে সামিল হয়েছেন। তিনি স্পষ্ট করে দেন, তাঁরা কারও ইস্তফা চান না। বরং, রাজ্যের নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা, পদক্ষেপ যাতে পর্যাপ্ত ও ঠিকঠাক হয় সেটাই তাঁদের আবেদন।