আমুদরিয়া নিউজ : দুটি বিক্রয কেন্দ্র আছে। এখন আরও চারটি বিক্রয় কেন্দ্র ভারতে খুলছে অ্যাপল। যেখানে ভারতে উৎপাদিত আইফোন বিক্রি শুরু হবে। এত দিন ভারতের কারখানায় অ্যাপল শুধু ফোন বাইরে থেকে আনাত।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতে উৎপাদিত আইফোন ১৬ ও আইফোন ১৬ ম্যাক্স প্রো অক্টোবরেই বাজারে আসবে। নতুন চারটি বিক্রয়কেন্দ্র আগামী বছর চালু হবে। ভারতের পুণে, বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বইয়ে এই বিক্রয় কেন্দ্র খোলা হবে। ভারতে আইফোনের দুটি বিক্রয় কেন্দ্র আাছে। একটি দিল্লিতে ও অন্যটি মুম্বইয়ে। অ্যাপল আগামী কয়েক বছরের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ আইফোন ভারতে উৎপাদন করবে বলে ঠিক করেছে।