আমুদরিয়া নিউজ : সুরের দুনিয়ার এক যাদুকর এ আর রহমান প্রচণ্ড বুকে ব্যাথার কারণে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে ভর্তি করানো হয়। ৫৮ বছরের শিল্পীর ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। সম্প্রতি এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রাবানুর বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাঁদের তিন ছেলেমেয়ে। গত সপ্তাহে তাঁর প্রাক্তন স্ত্রী সায়রার অস্ত্রোপচার হয়। তিনি হাসপাতালেই আছেন।
