আমুদরিয়া নিউজ : সঙ্গীতে এ আর রহমান ভারত তথা বিশ্বের একজন আইকন। আমেরিকায় নির্বাচন আসন্ন এটা কারও অজানা নয়। এবারে একটি ভার্চুয়াল কনসার্টে কমলা হারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী রাষ্ট্রপতি হিসেবে সমর্থনের কথা বললেন রহমান।
তিনি এও বললেন, কমলা এশিয় বংশদ্রভুত এবং এবং পারিবারিক সূত্রে তামিল। তাঁর নীতি এবং প্রতিশ্রুতি দুটোই রহমানকে গর্বিত করে এমনটাই সূত্রের খবর।