আমুদরিয়া নিউজ : সৌদি আরবের আবুধাবিতে ইংরেজি বর্ষবরণে একাধিক গিনেস রেকর্ড ভেঙে যেতে পারে। কারণ, আবুধাবিতে এবার ৩১ জানুয়ারি রাতে একটানা ৫৩ মিনিট আতশবাজির প্রদর্শনী হবে। ৬ হাজার ড্রোনের মাধ্যমে ২০ মিনিট ধরে আকাশ আলোয় ঝলমল হবে। সেই সঙ্গে ৩ হাজারের বেশি ড্রোন দিয়ে পৃথিবীর মানচিত্র তৈরি হবে। আর হ্যাপি নিউ ইয়ার লেখা হবে সে এক বিশাল ডিস প্লেতে। যা লিখতে বা ফুটিয়ে তুলতে ৩ হাজার ড্রোন ব্যবহার হবে। মিউজিক শো হবে ৩ হাজার ড্রোন দিয়ে। প্রায় এক ঘণ্টার আতশবাজির প্রদর্শনী হলে তা হবে বিশ্বরেকর্ড।
