আমুদরিয়া নিউজ : একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় দুটি ষাঁড় রাস্তার মাঝে লড়াই করছে। তাঁর মাঝেই তাঁদের সাথেই দৌড়ে দৌড়ে লড়াই দেখছে একটি কুকুর। যদিও ষাঁড় দুটি কুকুরটির কোনও ক্ষতি করেনি। ভিডিওটি দেখে মনে হচ্ছে কুকুরটি যেন কোনও কুস্তির লড়াইয়ের রেফারির মতো করে ষাঁড়ের লড়াইটি পর্যবেক্ষণ করছে।
