আমুদরিয়া নিউজ : এসপি বালাসুব্রমনিয়মের ‘তুমসে মিলনে কী তমন্না হ্যায়, পেয়ার কা ইরাদা হ্যায়’ গানটির তালে নাচ করে ভাইরাল হলেন এক ভদ্রলোক। ভিডিওতে দেখা যাচ্ছে ফরমাল ড্রেস পরা এক ব্যক্তি মেট্রোতে উঠে ওই গানটির তালে নাচে মেতে রয়েছেন। আশে পাশে অন্যরাও আছেন। তবে তারা কেউই বিরক্ত নন। গানটির তালে নেচে সমাজমাধ্যমে দিব্যি হিট হয়ে গেলেন ভদ্রলোক। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, মেট্রোতে রেগুলার যাতায়াত করতে হবে। কারণ মেট্রোয় ঘটা ঘটনাগুলি ক্রমশই আরও আকর্ষণীয় হয়ে উঠছে। মেট্রোর প্রতি যাতায়াতকারীদের উৎসাহ যোগাচ্ছে।
