আমুদরিয়া নিউজ : স্ত্রীকে খুন করে হাড় মাংস আলাদা করে ফেলেন স্বামী। তার পরে তিন দিন ধরে মাংস প্রেসার কুকারে সেদ্ধ করে গলিয়ে ফেলেন। হাড় গুঁড়ো করে হামানদিস্তায়। সেগুলি একটি হ্রদে ফেলে দেন। সম্প্রতি নিখোঁজ এক মহিলার খোঁজে নেমে তাঁর স্বামীর কাছ থেকে এমনই এক হাড়হিম করা স্বীকারোক্তি পেয়েছে পুলিশ। হায়দরাবাদের ঘটনাটি একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে রয়েছে। নিখোঁজ মহিলার নাম বেঙ্কট মাধবী। তাঁর স্বামী গুরুমূর্তি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। পুলিশ এখনও দেহাংশের হদিস মেলেনি।