আমুদরিয়া নিউজ : কাশ্মীরে ভোট মিটতেই ফের উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কাছে কোকেরনাগ এলাকা থেকে দুই সেনা জওয়ানকে অপহরণ করেছে জঙ্গিরা। এক সেনা জওয়ান কোনও মতে নিজেকে তাদের কবল থেকে মুক্ত করেছে। অন্য জওয়ানকে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা। পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ওই জওয়ানের খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু এ দিন তাঁর দেহ উদ্ধার হয়।
