আমুদরিয়া নিউজ ডেস্ক : ডাকাত ধরতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ হারালেন একজন সেনা অফিসার। বাংলাদেশের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকার ঘটনা। মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। নিহত সেনা অফিসারের নাম কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।
তাঁর বোন সুচি বেগম জানান, ঘটনার রাতেও ফোন করে জানিয়েছিল ডাকাত দল ধরতে যাচ্ছে. তার পরে সব শেষ হয়ে গেল। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের লোকদের ধরতে গিয়ে সেনারা তাড়া করছিলেন। একজনকে ধরে ফেলেন নির্জন। সে সময় ডাকাত দলের অন্যরা নির্জনের ঘাড়ে বড় ছুরি ঢুকিয়ে দেয়। প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।