আমুদরিয়া নিউজ : প্রায় সাড়ে ৪ কোটি টাকা চেক ডিজ অনারের মামলায় আদালতের নির্দেশ না মানায় বাংলাদেশের ক্রিকেটার তথা প্রাক্তন সাংসদ সাকিব উল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছেন। ১৫ ডিসেম্বর শাকিব আল হাসান-সহ মোট চারজনের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার টাকার চেক ডিজ অনারের মামলা হয়।
তাঁদের ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের সেই নির্দেশ তাঁরা না মানায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সাকি সহ চার অভিযুক্তের বিরুদ্ধে।