আমুদরিয়া নিউজ : বাংলাদেশের উত্তরাঞ্চলের সুনামগঞ্জ জেলায় শনিবার একটি হিন্দু মন্দির ও সম্প্রদায়ের বাড়িঘর ও দোকান ভাঙচুর হয়েছে। কয়েকজনকে মারধর করা হয়েছে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। এ ছাড়াও অন্তত ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
