আমুদরিয়া নিউজ : প্রজাতন্ত্র দিবসে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল বক্সা-জয়ন্তীতে। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে বক্সা-জয়ন্তীতে বেড়াতে যাবার জন্য আর দিতে হচ্ছে না প্রবেশ মূল্য। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের কারণে খুশির হাওয়া পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। গত ২৩ জানুয়ারি থেকে বিনামূল্যে বক্সা-জয়ন্তীতে যাওয়ার হিড়িক শুরু হয়ে গেছে। রবিবার একদিকে ছুটির দিন তার উপর প্রজাতন্ত্র দিবস হওয়ার প্রচুর জনসমাগম হয় বক্সা-জয়ন্তীতে। তবে জঙ্গল সাফারি করতে পর্যটকদের আগের মতই গাড়ি ভাড়া ও গাইড খরচ দিতে হচ্ছে। এদিন প্রচুর গাড়ির লাইন পড়ে যায় জঙ্গলে প্রবেশের খানিকটা আগে রাজা ভাতখাওয়া গেটে। প্রবেশ মূল্য না লাগলেও এই রাজা ভাতখাওয়া চেকপোস্টে গাড়ির নম্বর এনট্রি করতে হয় এবং কতজন যাত্রী ও তাদের পরিচয়পত্র দেখানো ইত্যাদি প্রক্রিয়া করতে হয়।
সেই কারণে এখানে অনেক ভিড় জমে যায়। পরে স্থানীয় যুবকরা এসে বিষয়টি দেখে। তাদের তৎপরতায় যানজট সমস্যা নিয়ন্ত্রণ হয় এবং পর্যটকদের বক্সা-জয়ন্তীতে প্রবেশ করতে সুবিধা হয়। তবে বাইক, স্কুটি, টোটো প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। নিরাপত্তার কারণে আগের মতই এইসব যানবাহন নিয়ে জঙ্গলে প্রবেশ করতে দেওয়া বারণ বলে বন দফতরের তরফে জানা গিয়েছে। এদিন জয়ন্তী নদী, জঙ্গল, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। অনেকে সান্তালা বাড়ি হয়ে বক্সা, লেপচাখা, আদমা গ্রাম, বক্সা ফোর্ট বেড়াতে যান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রবেশ মূল্য সহ গাড়ি খরচ না লাগার ফলে বেড়াতে আসার খরচ আগের তুলনায় কম হচ্ছে, সেই কারণে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। অন্যদিকে পর্যটকদের পাশাপাশি আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলার সাধারণ মানুষের ভিড়ের কারণে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দোকান ব্যবসায়ীরা।