আমুদরিয়া নিউজ: এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ১০ বছরেরও বেশি সময় ধরে ছোট পর্দার পরিচিত মুখ আশা নেগি। ২০ বছর বয়সে বিনোদন জগত সম্পর্কে খুব একটা ধারণা ছিল না অভিনেত্রীর। তবে টিভি অভিনেত্রীরা সবসময়ই কাজ নিয়ে আপোষ করে থাকেন- এ ধরণের মন্তব্যের সম্মুখীন হন আশা এবং তা সে সময়কার এক কো-অর্ডিনেটরের থেকে। এখানেই শেষ নয়।
এই লাইনে ক্যারিয়ার গড়তে হলে সোজাপথে তা সম্ভব নয়। অন্য উপায়ে হাসিল করতে হয়- এমনও শোনেন আশা। আর এ সমস্ত অভিজ্ঞতা তাঁর এক সহকর্মীকে জানালে তাঁর থেকে যে প্রতিক্রিয়া পান তাতে আরও ঘাবড়ে যান। কেননা এসব শুনে কোনরকম অবাক না হয়েই আশার সেই সহকর্মী তাঁকে বলেন এগুলো অত্যন্ত স্বাভাবিক। অবশেষে এত বছর বাদে পেরিয়ে আসা সমস্ত তিক্ত দিন নিয়ে নীরবতা ভাঙলেন পবিত্র রিস্তা’র পূরবী দেশমুখ কির্লোস্কার।