আমুদরিয়া নিউজ ডেস্কঃ টাকা ছিনতাইয়ের অভিযোগ জানাতে থানাতে এসে ছিনতাইকারীর হদিস পেলেন ব্যবসায়ী। সেই ছিনতাইকারী আর অন্য কেউ নন, ওই থানারই এক এএসআই। শেষ পর্যন্ত থানার উচ্চপদস্থ অফিসারদের সাথে কথা বলে অভিযুক্ত এএসআইকে গ্রেপ্তার করালেন ওই ব্যবসায়ী। পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর আরও সিআইডি কর্মী সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আসানসোল –দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দিল্লির ব্যবসায়ী পঙ্কজ চাওলা গাড়ি নিয়ে যাচ্ছিলেন। ওই সময় তল্লাশি চালানোর নামে ওই টি আটক করা হয়। পরে ওই গাড়িতে থাকা ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় একদল অভিযুক্ত এএসআই অসীম চক্রবর্তী ও তাঁর দলবল। এরপরেই ওই ব্যবসায়ী দুর্গাপুর থানায় অভিযোগ জানাতে আসেন। সেখানে এসে দেখতে পান এক ছিনতাইকারী থানাতেই বসে আছেন। সাদা পোশাকে থাকলেও তিনি যে পুলিশ কর্মী সেটা বুঝতে পারেন ওই ব্যবসায়ী। এরপরেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানান ওই ব্যবসায়ী। পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অভিযুক্ত এএসআইকে জিজ্ঞাসাবাদ করলে শুক্রবার চাপের মুখে পড়ে ওই টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেন অভিযুক্ত এএসআই।